আপনি ইউটিউব মনিটাইজেশন পলিসি ২০২৪ কেন জানবেন? আপনি একটি ইউটিউব চ্যানেল থাকলেই মনিটাইজেশন পাবেন না। এক্ষেত্রে কিছু নিয়ম মানা আপনার জন্য জরুরী। তা না হলে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন পাবেন না। তাই মনিটাইজেশন পেতে হলে তাদের পলিসি অবশ্যই মানতে হবে।
আপনার ভিডিও এর মাধ্যমে অর্থ উপার্জন করাই হল মনিটাইজশেন। এই মনিটাইজেশনে কি কি নতুন বিষয় সংযুক্ত করেছে আমাদের জানা দরকার। যেহেতু আপনি মনিটাইজেশনের জন্য অলরেডি আবেদন করেছেন অথবা আবেদন করবেন। বর্তমানে যেহেতু ৫০০ সাবসক্রাইবার থাকলেই কিন্তু মনিটাইজেশন করা যায়। কিন্ত ক্ষেত্রে সীমাবন্ধতা হল ভিডিও চলাকালীন যে আমরা যে বিজ্ঞাপন দেখি সেটা চালু হবে না।
ইউটিউব মনিটাইজেশন পলিসি
২০২৪
- আপনার চ্যানেলে
যদি ৫০০ সাব্সক্রাইবার থাকে।
- বিগত ৯০ দিনের মধ্যে আপনার চ্যানেলে
- তিনটি ভ্যালিড পাবলিক ভিডিও আপলোড করা থাকতে হবে।
- ৩০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে।
- অথবা সর্ট ভিডিও এর ক্ষেত্রে
যদি ৩
মিলিয়ন ভিউ থাকতে হবে।
২০২৪ সালে যে সব শর্তগুলো আপনাকে মানতে হবে:
১। অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্টটি টু-স্টেপ ভেরিফাইড হতে হবে।
২। ইউটিউব একাউন্টের জন্য একটি অ্যাকটিভ এডসেন্স একাউন্ট থাকতে হবে।
৩। কোন প্রকার কপিরাইট স্ট্রাইক, বা ক্লেইম থাকতে আবেদন করতে পারবেন না।
৪। এডভান্স ফিচার এটাকে অবশ্যই এনাবেল করতে হবে।
চ্যানেল
অ্যাপ্রুভের ক্ষেত্রে
গুগল কি কি দেখে:
১। মেইন থিম: চ্যানেলের মধ্যে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড না করে এককেন্দ্রিক বিডিও আপলোড করুন। আপনি আজ একটা রান্নার ভিডিও আপলোড করলেন আবার কাল একটা মোবাইরের বিডিও আপলোড করলেন। এমনটা করা উচিৎ নয় বরং একটি ক্যাটাগরিতেই থাকুন।
২। মোষ্ট ভিউ করা ভিডিও: তাদের গাইডলাইন বহির্ভুত কোন ভিডিও কিনা?
৩। নতুন ভিডিও: অবশ্যই গাইডলাইন বহির্ভুত কোন ভিডিও আপলোড করা যাবে না। যেমন অ্যাডাল্ট, কপি করা ভিডিও।
৪। মেটাডাটা: আপনার ভিডিওর ডেসক্রিপশন, থাম্বেল এবং চেক করে। এখানে দেখে তারা তাদের গাইডলাইনের বহির্ভুত কোন কথা লিখছেন কিনা?
৫। গাইডলাইন স্ট্রাইক অথবা অপিরাইট স্টাইক খেয়ে থাকলে সেগুলো ফিক্স করার পর আবেদন করবেন।
ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন না হওয়ার কারণগুলো
অন্য কোন ওয়েবসাইট বা চ্যানেলের ভিডিও ক্লিপ/ পিকচার ব্যবহার/কপি করা যাবে না। এবং ছোট ছোট ক্লিপ কেটেও আপলেড করা।